হুমায়ুন কবির জুশান, উখিয়া:
কক্সবাজার জেলার উখিয়া উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে ধ্বংস করেছে। উপজেলা মত্স্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে গত সোমবার রেজু ব্রিজের নিচে অপেক্ষমান ফিশিং ট্রলার থেকে এসব জাল জব্দ করেছে।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বুলবুল আহমদ জানান, স্থানীয় জেলেরা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জালের সাহায্যে সাগরে ছোট ইলিশসহ বিভিন্ন প্রজাতির রেনু পোনা ধ্বংস করে আসছিল। ইতিপূর্বেও ইনানীর সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা মত্স্য বিভাগ প্রায় লক্ষাধিক মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে।
You must log in to post a comment.