রফিক মাহামুদ, কোটবাজার:
উখিয়ার সর্বত্র অবৈধভাবে পাহার কাটার মহোৎসব চলছে। উপজেলার রাজাপালং, রতœা পালং, জালিয়া পালং, হলদিয়া পালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনভূমির পাহাড়গুলো দিনদিন অবৈধ ভূমিদস্যু একটি প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। এতে মারাতœকভাবে হুমকির মুখে পড়ছে পরিবেশ ও স্থানীয় বনভূমি। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাজা পালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের নামুনির গুনার নামক এলাকার মৃত আবুল খাইরের পুত্র মিজ্জাফরের নেতৃত্বে বনভূমির একটি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতে দেখা গেছে। এলাকাবাসি অভিযোগ করে জানান তিনি ও তার আতœীয়রা দীর্ঘদিন ধরে সরকারী বনভূমি ও পাহাড় দখল করে বাড়ি নির্মাণ পূর্বক বসবাস করে আসছিল। এব্যাপারে জানতে চাওয়া হলে রাজা পালং বিট কর্মকর্তা মোহাম্মদ আবসার সত্যতা স্বীকার করে বলেন, আমরা পাহাড় কাটার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখেছি জড়িতদের বিরুদ্বে আইনগত ব্যাবস্থা নিচ্ছি।
এদিকে পুরো উপজেলার বিভিন্ন এলাকায় রির্জাভ বনভূমির পাহাড় ও বৃক্ষ নিধনসহ বনভূমি দখলের কারনে জেলার জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব পড়েছে। ফলে দেশে ঘূণিঝড় জলোচ্ছসসহ বিভিন্ন প্রকৃতিক দৃর্যোগ সৃষ্টি হচ্ছে বার বার। সচেতন মহলেরা বলেন, দেশের শত্রæ জাতির শত্রæ পরিবেশের ক্ষতিকারক এই সব পাহাড় খেকো দখলবাজদের বেপরোয়া আচরণে পরিবেশ চরম ভাবে হুমকিতে চলেযাচ্ছে বলে তাদের অভিমত। সংশ্লিষ্টদের সরেজমিনে তদন্ত পুর্বক জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি পদানের জন্য বিভাগীয় বন কর্মকতা হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।
You must log in to post a comment.