নিজস্ব প্রতিনিধি, উখিয়া:
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সদর পাতাবাড়ী এলাকায় ১৫ কেভি সম্পন্ন প্রায় ৭০ হাজার টাকা মূল্যমানের একটি ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে। গত শনিবার রাত ৩টার দিকে ট্রান্সফর্মারটি চুরি হওয়ার ফলে এলাকার একমাত্র পাতাবাড়ী বৌদ্ধ মন্দিরসহ প্রায় অর্ধ শতাধিক বসত বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বিদ্যুৎ গ্রাহক মোঃ ইউনুছ সরওয়ার জানান, পল্লী বিদ্যুতের ওই ট্রান্সফর্মারটি চুরি হয়ে যাওয়ার ব্যাপারে উখিয়া পল্লী বিদ্যুৎকে লিখিতভাবে জানানোর পরও তারা নতুন করে ট্রান্সফর্মার স্থাপন করতে গড়িমষি শুরু করেছে। যার ফলে বিদ্যুৎ গ্রাহকদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জানতে চাওয়া হলে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নুর হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.