হুমায়ুন কবির জুশান, উখিয়া :
কক্সবাজার জেলার উখিয়া সদর ও দারোগা বাজার রোডে রোববার বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার আইনে ৫টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারি পরিচালক জাতীয় ভোক্তা অধিকার কক্সবাজার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ আলম, ভোক্তা অধিকারের মার্কেটিং অফিসার জুলফিকার আলী ও কক্সবাজারের স্যানেটারি কমকর্তা তরুণ বডুয়া।
ভোক্তাদের সঙ্গে প্রতারণা করায় ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বাসি খাবার রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছেন। এ সময় উখিয়া সদর নুর হোটেল থেকে ৫ হাজার, সিরাজ সওদাগর থেকে ৫ হাজার, রাহুল নিউ বনফুল ব্রেক এন্ড চনাচুর ফ্যাক্টরী থেকে ৫ হাজার, মিষ্টিঘর বাবুল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ আলম জানান, মিষ্টিঘর ও চনাচুর ফ্যাক্টরীর নোংরা পরিবেশ,ও নুর হোটেলের ফ্রিজে বাসি মিষ্টি খাবার পাওয়া যায়। এ জন্য ভোক্তা অধিকার ২০০৯ এর ৪৪ ধারায় জরিমানা আদায় করা হয়েছে।
You must be logged in to post a comment.