রফিক মাহামুদ, কোটবাজার:
কক্সবাজার জেলা উখিয়া উপজেলার পালংখালীতে মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে প্রায় ৭০ ফুট উচু গর্জন গাছ থেকে পড়ে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। আহত আকবর আলীকে উদ্ধার করে এলাকাবাসী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
জানা যায় ৭ অক্টোবর উপজেলার পালংখালী গয়ালমারা গ্রামের মৃত হোসাইন আলীর পূত্র আকবর আলী (৫৫) কক্সবাজার-টেকনাফ সড়কস্থ গয়ালমারা মোড় নামক স্থানে সড়কের পাশে অবস্তিত পূরানো মাদারট্রি গর্জন (দীর্ঘ প্রায় ৭০ ফুট উচু) গাছ থেকে মৌমাছির মৌচাকে সংগ্রহীত মধু সংগ্রহ করার সময় ঝাকে ঝাকে মৌমাছি তার উপরে ঝাপিয়ে পড়ে কামড়াতে শুরু করলে অসহ্য যন্ত্রণায় উক্ত গাছ থেকে পড়ে যায়। বৃদ্ধ আকবর আলী ৭০ ফুট উচু গাছ থেকে পড়ে আহত হলেও প্রাণে বেঁচে যাওয়ায় এটা অলোকিক বলে এলাকাবাসীর ধারনা করেছেন। বর্তমানে বৃদ্ধ আকবর আলী কক্সবাজার সদর হাসপাতালে চিকৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
You must be logged in to post a comment.