হুমায়ুন কবির জুশান, উখিয়া:
কোরবান মানুষের পশুত্বকে জলাঞ্জলি দিয়ে মনুষ্যত্বকে জাগিয়ে তোলে। কোরবানির ঈদের আর মাত্র দুই সপ্তাহ বাকি। তবে বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে ঈদের আমেজ। কোরবানির মাংসের প্রধান উপকরণ সমুহের মধ্যে রয়েছে তেল, পেয়াজ, রসুন, মসলা ইত্যাদি। এসব পণ্যের মুদি দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করার মতো। বিশেষ করে দিনে মুদি দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে তিল ধারণের জায়গা থাকছে না।
পবিত্র রোজার ঈদ এলে বিপণি-বিতান ও মার্কেটগুলোতে নারী-পুরুষ তাদের পছন্দের পোষাকটি কিনতে বিরামহীনভাবে ছুটে বেড়াতেন বিভিন্ন অভিজাত শপিং মলে। কিন্তু কোরবানির ঈদে তা পরিলক্ষিত হয় না।
এ ঈদে ভিড় দেখা যায়, মুদি দোকান ও কোরবানির পশুর হাটে। কোরবানির পশুর হাট জমতে আরো কয়েকদিন বাকি থাকলে ও এখন পুরোদমে জমে উঠেছে মুদি দোকানগুলো। তাই মুদি দোকান ব্যবসায়ীরা রয়েছেন ফুর-ফুরে মেজাজে।
You must be logged in to post a comment.