Home / প্রচ্ছদ / উখিয়ায় যুবকের বিষপানে আত্মহত্যা

উখিয়ায় যুবকের বিষপানে আত্মহত্যা

Poison - 2 (a)নিজস্ব প্রতিনিধি, উখিয়া:

উখিয়ায় পারিবারিক কলহের জের ধরে আজিজুল হক (২১) নামের এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছে। সে হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখা ক্লাসপাড়া গ্রামের মৃত মোস্তাক মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ৩/৪ মাস ধরে সে ছেলেমেয়ে নিয়ে অভাব অনটনে দিন কাটিয়ে আসছিলেন। এ সূত্রতায় সৃষ্ট পারিবারিক কলহের জের ধরে গত রোববার রাত ৭টার দিকে বিষ পান করলে, মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত ১০টার দিকে আজিজুর হক মারা যায়। জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: