Home / প্রচ্ছদ / উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকা প্রয়ণয়ন ও ছবি তোলার কাজ পরিদর্শনে নির্বাচন সচিব মিরাজুল ইসলাম

উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকা প্রয়ণয়ন ও ছবি তোলার কাজ পরিদর্শনে নির্বাচন সচিব মিরাজুল ইসলাম

উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকা প্রয়ণয়ন ও ছবি তোলার কাজ পরিদর্শনে নির্বাচন সচিব মিরাজুল ইসলাম

উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকা প্রয়ণয়ন ও ছবি তোলার কাজ পরিদর্শনে নির্বাচন সচিব মিরাজুল ইসলাম

রফিক মাহামুদ, কোটবাজার :

রোহিঙ্গাদেরকে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা হলে যে কেউ হউক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে, জানিয়েছেন নির্বাচন সচিব মিরাজুল ইসলাম। শুক্রবার উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে হালনাগাদ ভোটার তালিকা ও ছবি তোলার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া আমাদের মানবিক দায়িত্ব কিন্তু রাজনৈতিক ভাবে সহযোগিতা দেওয়া দেশ দ্রোহির সমান বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের পরমর্শ দিয়ে তিনি বলেন, উখিয়া একটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসাবে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সজাগ থাকা একান্ত প্রয়োজন। যেন রোহিঙ্গারা কিছুতেই ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হতে না পারে।

এক পর্যায়ে সচিব বলেন, দেশব্যাপী স্মার্ট কার্ডের মাধ্যমে ভূঁয়া আইডি কার্ড চিহ্নিতকরণের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা প্রতিটি নাগরিক ব্যবহার করতে পারবে এবং ভূঁয়া কার্ড ব্যবহারকারীদের চিহ্নিত করতে সহজ হবে বলে তিনি জানান।

উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকা প্রয়ণয়ন ও ছবি তোলার কাজ পরিদর্শনে নির্বাচন সচিব মিরাজুল ইসলাম

উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকা প্রয়ণয়ন ও ছবি তোলার কাজ পরিদর্শনে নির্বাচন সচিব মিরাজুল ইসলাম

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন, জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুদ্দিন, উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খাঁন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আয়ুবুল ইসলাম, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সচেতন নাগরিক ভোটারগণ গণমাধ্যম কর্মী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যগণ।

এসময় সচিবের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটার তালিকা হালনাগাদের বিষয় নিয়ে খোলা মেলা আলাপ কালে ফরম সংকেট কেন হয়েছে সচিবের কাছে জানতের চাইলে তিনি ফরম সংকট বিষয়য়ে বিশেষ কমিটির মাধ্যমে একটি সামাধান দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। জনপ্রতিনিধিরা দাবী করে বলেন, গত বছরের কিছু বাদ পড়া ভোটার এ বছরেও বিভিন্ন কারণে তালিকায় অর্ন্তভূক্ত হতে পারছে না। কারণ সর্বনিম্ন বয়স ১৫ বছর করার কারণে কিশোর বয়সের ছেলে মেয়েরা উৎসাহ উদ্দিপনার মাধ্যমে আগে আগে ফরম সংগ্রহের মাধ্যমে তালিকায় অর্ন্তভূক্ত হয়ে পড়ে। যার কারণে অনেক প্রাপ্ত বয়স্ক জনসাধারণ ভোটার তালিকা থেকে বাদ পড়া সম্ভাবনা দেখা দিয়েছে।

জনপ্রতিনিধিগণ সচিবের প্রতি আবেদন জানিয়ে বলেন, যদি উখিয়ায় বিশেষ কমিটি মাধ্যমে বাদ পড়া ভোটারদের তালিকায় অর্ন্তভূক্ত করা হয় তা হলে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে বলে তাদের অভিমত।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: