Home / প্রচ্ছদ / উখিয়ায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

উখিয়ায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

Karent Jalনিজস্ব প্রতিবেদক, উখিয়া :

উখিয়া মত্স্য বিভাগ ও কোষ্ট গার্ডের সদস্যরা ১১ আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের ইনানী বীচ এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ফিশিং বোট ৫ হাজার মিটার দীর্ঘ কারেন্ট জাল উদ্ধার করেছে। পরে উদ্ধারকৃত কারেন্ট জালগুলো জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। মত্স্য কর্মকর্তা শাহরিয়ার নজরুল জানান, এসব কারেন্ট জাল ব্যবহার করে অসাধু জেলেরা মাছ ধরার নামে সাগরে নির্বিচারে মত্স্য পোনা নিধন করে আসছিল। যে কারণে সাগরে মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে ঘাটতি দেখা দিয়েছে।

তিনি জানান, উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। এ সময় উপস্থিত ছিলেন কোষ্ট গার্ড কর্মকর্তা আব্দুল হাকিম, মেরিন ফিসারি সহকারী বুলবুল আহমদ।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: