হুমায়ুন কবির জুশান, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেক পোষ্ট একটি এ্যাম্বলেন্স থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ইয়াবা ও মহিলাসহ দুইজনকে গ্রেফতার করে। এ সময় এ্যম্বুলেন্সের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মরিচ্যা যৌথ চেক পোষ্টের সুবেদার ফরদৌস মোল্লা জানান, রাবেতা রামু ধেছুয়া পালং এলাকার নজু মিয়ার ছেলে শফিউল আলম (৩২)ও ঢাকা সাভার গোবিনাথপুর এলাকার পরিমল রায় এর মেয়ে শিখা রাণী রায় (৪০)কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে উখিয়ায় ইয়াবাসহ নুরুল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। সোমবার উখিয়া থানার চেক পোষ্ট কুতুপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। উখিয়া থানা ওসি জহিরুল ইসলাম খাঁন জানান, ওই চেকে উখিয়া থানা পুলিশের নিয়মিত গাড়ি তল্লাসীর সময়ে পালংখালী এলাকার নুরুল আমিনের শরীর থেকে ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নুরুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
You must be logged in to post a comment.