“থেমে থাকা আর নয়, এখনি সে সময়” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার সরকারি কলেজ শাখা আয়োজিত দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পুরাতন বিজ্ঞান ভবনে সদস্য সচিব তারেক আরমানের সঞ্চালনায় কর্মশালার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ উদীচীর আহবায়ক ফাল্গুনী দাশ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক কেন্দ্রিয় উদীচীর সহ সভাপতি হাবিবুল আলম, জেলা উদীচীর সহ-সভাপতি সঞ্চয় কুমার দাশ, জেলা শিল্পকলার অফিসার আয়াজ মাবুদ, রামু উদীচীর সাধারণ সম্পাদক তাপস মল্লিক সহ সাধারণ সম্পাদক দিলীপ দাশ ও আশুতোষ রুদ্র, হিল্লোল দাশ, বোরহান মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদীচীর সহ সভাপতি প্রসুন, প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় কলেজের বিভিন্ন শ্রেণীর প্রায় সত্তরজন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
– প্রেস বিজ্ঞপ্তি।
You must be logged in to post a comment.