কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য আদেশ দেয়া হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এতে উপেক্ষিতই রয়ে গেল নির্বাহী ম্যাজিষ্ট্রেট, রামু সহকারী কমিশনারের (ভূমি) আদেশ।
জানা গেছে, ২৮ জুলাই নির্বাহী ম্যাজিষ্ট্রেট, রামু সহকারী কমিশনারের (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার উভয় পাশে সরকারী জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা ফার্মেসী ও দোকান ঘর ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন। অন্যথায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও নোটিশে উল্লেখ করেন তিনি। এসব স্থাপনার মধ্যে রয়েছে, শওকত ফার্মেসী, মা মেডিকেল হল, নুরুচ্ছফা সওদাগরের মুদির দোকান, তপন রুদ্র ও আবুল কালামের চায়ের দোকান।
রামু সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম জানান, মোবাইল কোর্টের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।
You must be logged in to post a comment.