Home / প্রচ্ছদ / ক্রীড়া / উরুগুয়েকে বিদায় করে সেমিতে ফ্রান্স

উরুগুয়েকে বিদায় করে সেমিতে ফ্রান্স


কত কষ্ট আজ কাভানির বুকে! দলের হার দেখতে হলো গ্যালারিতে বসে। শীর্ষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে জয়ের নায়ক আজ নিরুপায়। ইনজুরির কাছে হেরে বিশ্বকাপ শেষ করতে পারলেন না মাঠ থেকে।

অপরদিকে ফেভারিটের মতোই ২-০ গোলে জিতে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেলো ফ্রান্স। দ্বিতীয় শিরোপা আর মাত্র দুই ধাপ দূরে।

ম্যাচের অধিকাংশ সময় ছড়ি ঘুরিয়েছেন পগবা, এমবাপে, গ্রিজম্যানরাই। তবে ফ্রান্সকের প্রথম গোলটি এনে দেন ডিফেন্ডার রাফায়েল ভারানে। ম্যাচের ৪০ মিনিটে গ্রিজম্যানের ফ্রিকিক থেকে গোল করে এগিয়ে দেন তিনি।

বিরতির পর বেশ কিছু ভালো আক্রমণ করে উরুগুয়ে। তবে ৬১ মিনিটে গ্রিজম্যানের গোল ম্যাচ থেকে ছিটকে দেয় ল্যাটিন আমেরিকান জায়ান্টদের। এই গোলে অবশ্য গ্রিজম্যানের চেয়ে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার কৃতিত্বটাই বেশি।

বক্সের বাইরে থেকে গ্রিজম্যানে জোরালো শট গোলকিপারের নাক বরাবরই ছিলো। তবে হাত ফসকে ঢুকে যায় গোল। সঙ্গে সঙ্গে ফসকে যায় উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্ন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/02/School-Sagar-4-2-24.jpg

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/