এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মোটর সাইকেল আরোহী তিন ছাত্র সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পরও তাদের অবস্থার উন্নতি দেখা না দেওয়ায় পরিবার-পরিজনের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
জানা যায়, ২৯ আগষ্ট ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা ফরেষ্ট অফিস সংলগ্ন স্থানে দুপুর দুইটার দিকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) ছুটির পর কালিরছড়া এলাকার এক বন্ধুর বাড়ীতে নোট খাতা আনতে যাওয়ার পথে চকরিয়ামুখী দ্রুতগামী ঈদগাঁও উত্তর মাইজপাড়ার রমজান কোম্পানীর মাইক্রো বাসের সজোরে ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্র গুরুতর আহত হয়। আহতরা হল ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ার মৃত গিয়াস উদ্দীনের পুত্র শাহরিয়াজ (১৫), জালালাবাদ পালাকাটার মাষ্টার সেলিমের পুত্র সিফাত (১৪) ও ঈদগাঁও বাসস্টেশন এলাকার নুরু সওদাগরের পুত্র নাজমুল হুদা বলে জানা যায়।
এদিকে আহত পরবর্তীতে শাহরিয়াজকে ডুলাহাজারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। পরে শাহরিয়াজের অবস্থা অবনতি হলে বর্তমানে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছে বলে তারই চাচা ইসলামাবাদ মাষ্টার বখতার আহমদ মডেল স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মাহমুদ জানান। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
You must be logged in to post a comment.