ঢাকা কূটনৈতিক জোনে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্কিত পশ্চিমা দেশগুলোর পর এবার পূর্বের দেশ দক্ষিণ কোরিয়া তার নাগরিকদের ‘সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছে।
ঢাকাস্থ কেরিয়ান দূতাবাস ওই সতর্কতা নোটিশ জারি করেছে।
এতে বলা হয়- ইতালিয়ান নাগরিক হত্যার প্রেক্ষিতে বাংলাদেশে থাকা কোরিয়ার সব নাগরিকের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে দূতাবাস। একই সঙ্গে অনেক বিদেশি যেসব স্থান ও ইভেন্টে অংশ নেন সেই সব এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হচ্ছে।
একজন কোরিয়ানের ব্যক্তিগত নিরাপত্তা এবং সর্বোচ পর্যায়ের সচেতনতার জন্য এই এলার্ট জারি করা হয়েছে।
নোটিশে আরো বলা হয়, পরবর্তী সময়ে প্রাপ্ত তথ্যের বিষয়েও নাগিকদের আপডেট রাখা হবে।
-শীর্ষনিউজডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.