গ্রেটার ম্যাঞ্চেস্টারের রোচডালে হোলিংওর্থ লেকে দেখা গেল এমনই এক কঙ্কাল। ৫ ফুট লম্বা, একেবারে ধারালো দাঁতের অধিকারী এই অদ্ভত দর্শন কঙ্কালটিকে কোনও অজানা প্রাণীর নাকি চেনা-অচেনা কোনও মাছের?এমন এক প্রাণী যা মানুষ এর আগে কখনও শোনেনি?
অদ্ভূত দর্শন এই কঙ্কালের ছবি প্রকাশের পরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমত শোরগোল পড়ে যায়। অনেকেরই দাবি এটা কোনও রূপকথায় লেখা গল্পের প্রাণী। অবশ্য বিজ্ঞানীরা এই কঙ্কালটিকে একটু অন্য জাতের বান মাছের বলেও উড়িয়ে দিচ্ছে না।
কবে এই প্রাণীটি মারা গিয়েছে তাও বোঝা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চেনা কোনও মাছ বা প্রাণীর কঙ্কাল বা মৃতদেহ ওটা নয়।
-বাংলাদেশপ্রেস,ডেস্ক।
You must be logged in to post a comment.