সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কক্স হিউম্যান রাইটস্ নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংসদ কমলের বাসভবনে এ ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহাম্মদ, কক্স হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুরেশ বড়ুয়া বাঙালি, জেলা মৎসজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, কক্স হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন চাকমারকুল ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য আল মর্জিনা, সাধারণ সম্পাদক হুসনেয়ারা বেগম, সহ সভাপতি গোল জাহার বেগম, ফতেখাঁরকুল ইউনিয়নের সভাপতি লিজা বড়ুয়া, সহ সভাপতি নাছির উদ্দিন, ফাতেমা বিনতে ফাতেহ, মর্জিয়া আকতার, নির্বাহী সদস্য প্রিয়াংকা শর্মা, রোমা শর্মা ও স্বপ্না শর্মা প্রমূখ।
এর আগে সংগঠনের উদ্যোগে জাপান ভিত্তিক সংগঠন রিসসো কোসেই বাংলাদেশের সহকারী ব্রাঞ্চ মিনিষ্টার কাঞ্চন বড়ুয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কক্স হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের যে কোন কার্যক্রমে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ব্রাঞ্চ মিনিষ্টার কাঞ্চন বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন রিসসো কোসেই কাই কক্সবাজার এর মিশনারি প্রধান অশোক কুমার বড়ুয়া, শিক্ষা বিষয়ক প্রধান মুকুট বড়ুয়া, দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক দুলাল বড়ুয়া, রামু উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সুপানন্দ বড়ুয়া, রামু ব্রাঞ্চের পরিচালক বিপক বড়ুয়া বিটু, সাংবাদিক অর্পন বড়ুয়া, কক্স হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের পরিচালক সুরেশ বড়ুয়া বাঙালি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া প্রমূখ।
– প্রেস বিজ্ঞপ্তি।
You must be logged in to post a comment.