সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ‘এ প্লাস বি’তেও বাণিজ্যিক তিশা

‘এ প্লাস বি’তেও বাণিজ্যিক তিশা

tishaতিশাকে এখন বাণিজ্যিকই বলা যায়। কারণ একের পর এক বাণিজ্যিক ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।আর শাকিব খানের বিপরীতে মেন্টাল ছবির কাজ তো অনেকটাই এগিয়ে রেখেছেন এই অভিনেত্রী।

এদিকে মেন্টাল ছবির পরিচালক শামীম আহমেদ রনি আবারো তিশাকে নিয়ে নতুন আরেকটি ছবি করার উদ্যোগ নিয়েছেন বলে শোনা যাচ্ছে।এখনো প্রাথমিক কথাবার্তাতে সবকিছু থাকলেও চূড়ান্ত হয় নি কোনোকিছুই। তবে এতটুকু জানা যায়, ছবির নাম ‘এ প্রাস বি’ আর এতে নায়িকা থাকবেন তিশা। আর নায়ক হিসেবে শাকিব খান অথবা আরিফিন শুভকে দেখা যেতে পারে।

আরও চমকপ্রদ খবর হচ্ছে এ ছবিতে আরও একটি জুটি থাকবেন।আর সে জুটির নায়িকা হবেন কলকাতার কোনো শীর্ষ নায়িকা।সবকিছু ঠিক করেই পরিচালক আনুষ্ঠানিক গোষণা দিবেন। আর এর জন্য অপেক্ষা করতে হবে আগামী মাস পর্যন্ত।

রোমান্টিক ট্র্যাজেডি নিয়ে নির্মিতব্য এ ছবিটির চিত্রনাট্য লিখছেন আব্দুল্রাহ জহির বাবু। ছবিটি নির্মিত হবে ভার্সেটাইল মিডিযার ব্যানারে।সহ-প্রযোজক হিসেবে থাকছেন টিওটি ফিল্মসের কর্ণধার প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

– প্রিয়ডটকম,ডেস্ক। 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/