এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় চরম দু:সময়ে বন্যার্তদের পাশে আলহাজ্ব সাইমুম সরোয়ার কমল এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মিজান সাঈদ ও পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম ছিলেন।
বিগত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে কক্সবাজারের ঈদগাঁওর বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে এসব এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়ে। সেই সাথে পোকখালী ও জালালাবাদে বেড়িবাঁধ ভেঙ্গে অসংখ্য বসতবাড়ী প্লাবিত হয়ে যায়। রাস্তাঘাটে হাটু পরিমান পানিতে নিমজ্জিত ছিল।
খবর পেয়ে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঈদগাঁও এলাকার বানভাসি মানুষের জন্য ট্রাকভর্তি চাল নিয়ে দেখতে আসেন। তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে চালগুলো বন্যাকবলিত অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন। এসময় নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।
অন্যদিকে পানিবন্দি মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুকনো খাবার বিতরণ করেছেন কক্সবাজার ৩ আসনে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিজান সাঈদ। পানিবন্দি জালালাবাদের সওদাগর পাড়া, দক্ষিণ এবং পশ্চিম লরাবাগ পাড়া, পোকখালীসহ ঈদগাঁও উপজেলার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
অপরদিকে ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি সাধারণ জনগণের মাঝে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুকনো খাবার বিতরণ করেন কক্সবাজার -০৩ সংসদীয় আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম।জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়া, দক্ষিণ এবং পশ্চিম লরাবাগ পাড়ার জনগণের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলামের তত্ত্বাবধানে বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আহমদ করিম সিকদার, কক্সবাজার পৌর আ.লীগ উপ দপ্তর সম্পাদক সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক সংগঠক প্রকৌশলী অন্তিক চক্রবর্তীসহ আরো অনেকে।
মক্কা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক শাকের উল্লাহ্ শাহেদের সার্বিক সহযোগিতায় জালালাবাদ যুবলীগ আয়োজিত ঈদগাঁও উপজেলায় জালালাবাদে বেড়িবাঁধ ভেঙ্গে পানিবন্দি অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র।
ঈদগাঁওর সচেতন লোকজনের মতে, বন্যার মত কঠিন সময়ে ঈদগাঁওর বানভাসি মানুষের পাশে নানাভাবে সহায়তায় ছিলেন সমাজকর্মীসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামীলীগ থেকে কজন মনোনয়ন প্রত্যাশী। ঈদগাঁও উপজেলায় প্লাবিত পোকখালী, জালালাবাদসহ বিভিন্ন স্থানে দূর্দিনে-দু:সময়ে এলাকার লোকজনের পাশে থেকে যারা খোঁজখবর রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাসেদ উদ্দিন রাসেল জানালেন, এলাকায় স্বশরীরে এসে পানিবন্দি লোকজনের সাথে কথা বলে সহায়তা প্রদান করেছেন বর্তমান সংসদ সদস্য কমল ও মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মিজান সাঈদ।
জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সাহেদ কামাল জানান, ঈদগাঁও উপজেলায় বিভিন্ন পানিবন্দি এলাকায় খোঁজসহ ত্রান সহায়তা দিলেন এমপি কমল, ব্যারিষ্টার মিজান সাঈদ, মেয়র মুজিবুর রহমান ও নজিবুল ইসলামের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা।
তবে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেম্বার সাইফুল হক জানান, জেলা আ,লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ঈদগাঁও পাবলিক লাইব্রেরীতে ত্রান দিলেও ভাঙ্গনকৃত এলাকায় আসেননি, পানিবন্দি লোকজন সহায়তা পাননি ও যোগাযোগও করেননি বলে জানান।
পোকখালী যুবলীগের সাধারন সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ জানান, পোকখালী ও গোমাতলীতে সাংসদ কমল ছাড়া তেমন আর কারো উল্লেখ্যযোগ্য ভাবে দেখা মেলেনি।
You must be logged in to post a comment.