সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারের কৃতি ফুটবলার সাইফ জাতীয় দলের লক্ষ্যপানে ছুটে চলার গল্প

কক্সবাজারের কৃতি ফুটবলার সাইফ জাতীয় দলের লক্ষ্যপানে ছুটে চলার গল্প

Sayifএম.আর মাহবুব :

সাইফ সাম্শ-১৭ বছরের ঠগ্বগে তরুণ, পড়েন প্রথম বর্ষ মানবিকে। কক্সবাজারের কৃতি সন্তান, বি কে এস পির এই ছাত্র শেষ গন্তব্য স্থির করেছেন জাতীয় ফুটবল দল। এরই মধ্যে সাইফ বয়স ভিত্তিক জাতীয় দলের নির্ভরযোগ্য স্টাইকার হিসেবে লাল-সবুজের পতাকা খচিত জার্সি গায়ে জড়িয়েছেন। ইতোপূর্বে অনূর্ধ-১৪ জাতীয় দলের হয়ে জাপানে অনুষ্ঠিত ফিফা ফ্যাস্টিবেলে বাংলাদেশের হয়ে মাঠ মাতিয়েছেন।

গেল বছর নেপালে অনুষ্ঠিত অনূর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়নশীপে অংশ নিয়েছেন। ক’মাস আগে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ-১৭ সুব্রত কাপে বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সদ্য ঘোষিত অনূর্ধ-১৯ এএফসি চ্যাম্পিয়নশীপে ডাক পেয়েও বয়সে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত জায়গা হয়নি। তবুও হাল ছাড়ার ছেলে নন সাইফ। আগামী দেড় দু’বছরের মধ্যেই বি’লীগের বড় দলে জায়গা করে নিতে বদ্ধ পরিকর দীর্ঘদেহী এই গ্লামারস বয়। সাইফ জানান-তার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। খেলেন সি’আর সেভেনের প্রিয় পজিশনে। সাইফ জানান-ফুটবলার হিসেবে বেড়ে উঠার পেছনে সামনে থেকে উৎসাহ পেয়েছেন তার সবচেয়ে প্রিয় মানুষ-মা, অর্থাৎ কক্সবাজার পৌরসভার কাউন্সিলর চম্পা উদ্দিনের। শহরের তারাবনিয়ারছড়ার সন্তান, দেশের কৃতি ফুটবলার সাইফের সেরা মুহুর্ত বিদেশের মাঠে প্রতিপক্ষের জাল কাঁপানো। কষ্টের স্মৃতি বাবা এইচ এম সামশুদ্দিন ও প্রিয় আপুর অকাল মৃত্যু। কক্সবাজারবাসীর কাছে সাইফের প্রত্যাশা-আমার জন্য বেশী বেশী করে দোয়া করুণ যাতে আমি বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাহ উদ্দিন ও আসলামদের মতো সেরাদের তালিকায় নাম লেখাতে পারি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/