সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার উন্নয়ন মেলায়- সম্পদ বড়ুয়া

কক্সবাজার উন্নয়ন মেলায়- সম্পদ বড়ুয়া

আজকের দিন গতকালের চেয়ে ভালো আর আগামির দিন আজকের চেয়ে ভালো হবে

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া বলেন- ‘বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। বিশ্বের মাথাওয়ালা রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে যাচ্ছে। উন্নত রাষ্ট্র এখন স্বপ্ন নয়, স্বপ্ন এখন বাস্তবে রুপ নিয়ে এগিয়ে যাচ্ছে।’ কক্সবাজারের উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন-‘যারা বলেন যায় দিন ভালো, আসে দিন খারাপ। তাদের বলতে যাই দিন ভালো, আসবে দিন আরা বেশি ভালো। আজকের দিনটা গতকালের চেয়ে ভালো আজকের দিনটা ভালো আর আগামি দিনটা হবে আজকেরা দিনটার চেয়ে বেশি ভালো হবে।’ এসডিজির লক্ষ্য মাত্রার- ‘দারিদ্র বিমচনে সরকারের বিভিন্ন কর্ম পরিকলপনা গ্রহণ এবং সামগ্রিক সাফল্য’ শীর্ষক আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন- ‘টেকসই উন্নয়নের ১৭ টি লক্ষ্যমাত্রার উন্নয়নের অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এতে সব শ্রেণি-পেশার দেশপ্রেম মানুষকে এগিয়ে আসতে হবে।’

জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে ক্রমান্বয়ে বক্তব্য রাখেন-‘ব্র্যাকের কর্মকর্তা তাপস কুমার দাশ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তা রামমোহন সেন, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল করিম, সিভিল সার্জন ডা: পু চ নু।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/06/Sagar-11-6-24.jpeg

ঈদগাঁও উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৯৬টি পরিবার পাচ্ছেন গৃহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় এবার ১৯৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/