কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ইলেক্ট্রিশিয়ানদের বাতিল

 Pabishআবুল কাশেম, রামু :

কক্সবাজার পল্লী বিদ্যুৎ অফিসের তালিকাভূক্ত ইলেক্ট্রিশিয়ানদের বাতিল করা হয়েছে। এব্যাপারে কক্সবাজার পল্লী বিদ্যুৎ অফিসে একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এসব ইলেক্ট্রিশিয়ানদের দ্বারা দীর্ঘদিন ধরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন বিভিন্ন স্থানের গ্রাহকগণ চরমভাবে হয়রানী হয়ে আসছিলেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় দালাল ইলেক্ট্রিশিয়ানদের হয়রানী থেকে বিদ্যুৎ গ্রাহকগণ অনেকটা পরিত্রাণ পাবে বলে ধারনা হচ্ছে।

সূত্রে জানা যায়, তাদের নিয়ম অনুযায়ী বিগত সময়ে মিটার সংযোগ, ওয়ারিংসহ অন্যান্য যে কোন কাজে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন তাদের নিয়োগ দেওয়া ইলেক্ট্রিশিয়ান দ্বারা কাজ করার নিয়ম ছিল। এই সুযোগে তারা এলাকার বিভিন্ন গ্রাহকদের মিটার সংযোগ নিয়ে দেওয়া এবং খুঁটি স্থাপনসহ নানা কাজের চুক্তিতে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। তাদের এসমস্থ অনৈতিক কাজে জড়িয়ে ভাগবাটোয়ারায় লিপ্ত হতো পল্লী বিদ্যুৎ সমিতির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা। ও অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেট নানা কৌশলে গ্রাহক হয়রাণী করার মহড়া চলতো পল্লী বিদ্যুৎ অফিসে। যার ফলে এই অফিসে গ্রাহক হয়রানী অন্ত ছিলনা। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি’র জিএম মোহাম্মদ নুর আজম মজুমদারের সাথে এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ইলেক্ট্রিশিয়ানদের বাতিল করার বিষয়টি নিশ্চিত করেন। এখন থেকে যে কোন ইলেক্ট্রিশিয়ান দ্বারা ওয়ারিং এর কাজ সম্পন্ন করা যাবে বলে জানান। এছাড়া বাতিল হওয়া কোন ইলেক্ট্রিশিয়ান এর সাথে অফিসের কোন সম্পর্ক নেই বলে জানান। এদিকে পল্লী বিদ্যুৎ অফিস এই অভূতপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করায় গ্রাহকগণ সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও রশিদনগরে ...

%d bloggers like this: