কক্সবাজার মেডিকেল কলেজের শোক দিবসের আলোচনা সভায় এমপি কমল

Kamol MPদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

রোববার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজে জাতীয় শোক দিবসে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহবান জানান।

সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণার উৎস। বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। দীর্ঘ ২৩ বছর ধরে পাকিস্তান আমাদের উপর শাসনের নামে শোষণ চালিয়েছে। আমাদের পূর্ব পুরুষেরা বার বার শোষিত হয়েছে। শোষণের যাতাকল থেকে মুক্তির জন্য বাঙালি জাতি আন্দোলন করেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্বে। এজন্যই তিনি বাঙালির ইতিহাসের মহানায়ক।

কক্সবাজার মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ অরূপ দত্ত বাপ্পি, ডাঃ আকতার উল ইসলাম।

মেডিকেল কলেজ ছাত্রলীগের আহবায়ক রিপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

যুগ্ম আহবায়ক মুছাব্বির হোসেন তানিমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা রাজীব দাশ, সালাহউদ্দিন আহমেদ, জাহেদ হোসেন, পলাশ শর্মা, তরিকুল ইসলাম আবিদ, মোস্তফা ইমন, মুহাম্মদ হুসাইন, মুনিয়া তাসনিম, মোহাম্মদ ইমরান, সুদীপ্ত ঘোষ ও পাপড়ি সিনহা।

এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাংসদের ব্যক্তিগত সহকারী মো: আবু বক্কর ছিদ্দিক ও ছাত্রনেতা অর্পন বড়ুয়া প্রমূখ।

– প্রেস বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও রশিদনগরে ...

%d bloggers like this: