Home / প্রচ্ছদ / কক্সবাজার শহরে পাহাড় ধস ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু

কক্সবাজার শহরে পাহাড় ধস ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু

Ajit Himu - 2-9-2015 (news & Pic)অজিত কুমার দাশ হিমু :

কক্সবাজার শহরতলীতে পাহাড় ধস ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কক্সবাজার শহরতলির ঝিলংজা মুহুরী পাড়া নামক স্থানে পাহাড় ধসে ওই এলাকার আবু তাহেরের বাড়ীর উপর। সাথে সাথে বাড়ীর সবাই বের হয়ে যায়। কিন্তু আবার বই আনতে বাড়ীতে প্রবেশ করে ৯ম শ্রেনীর ছাত্রী ফারজানা আকতার (১৪) পাহাড়ের চাপায় পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সে ওই এলাকার আবু তাহেরের মেয়ে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে রামুর গর্জনিয়া এলাকায় মঙ্গলবার সকালে আবুল হোসেন নামের এক বয়স্ক কৃষক বন্যার পানিতে ভেসে যায়। দুপুর সাড়ে ১২ টার দিকে তার লাশ পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: