মানবপাচার ও ডাকাতিসহ বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামি আটক হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের জিয়া কমপ্লেক্স-এর সামনে থেকে ১৬ আগস্ট দুপুর ১২টার দিকে এদের আটক করে।
আটককৃতরা হল-খুরুশকুল তৈতয়া ইউছুফ ফকির পাড়ার আবদুল হাকিমের পুত্র রবি উল্লাহ ও আবু বক্কর ছিদ্দিক প্রকাশ বাবুল।
এস.আই মাজহারুলের অভিযানে এদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসি, চুরি, ডাকাতি, নারী নির্যাতন, মানবপাচার ও মাদকসহ প্রায় একডজন মামলা রয়েছে। এরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অপরাধ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এদিকে শীর্ষ এ দুই অপরাধি আটকের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে। মানুষ মিষ্টি বিতরণ করেছে। এলাকার মানুষ আটককৃতদের কঠোর ভাবে শাস্তি প্রদান করে আটক রাখার দাবি জানিয়েছে পুলিশ সুপারের কাছে।
You must be logged in to post a comment.