ক্রীড়া প্রতিবেদক, কক্সভিউ:
কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্যা রিভেঞ্জ কক্স আয়োজিত কবির সওদাগর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টর্ণামেন্টে বৃহত্তর রুমালিয়ারছড়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেছে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ। ৪ অক্টোবর রবিবার বিকেল ৪টায় হাই ভোল্টেজ উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে শূন্য গোলে খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণাত্মক খেলার শেষ হওয়ার ঠিক মাঝ সময়ে মনির এক কর্ণার থেকে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশের সৈয়দ করিমের দূর্দান্ত গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। পরবর্তী আর কোন গোল না হওয়ায় বৃহত্তর রুমালিয়ারছড়া ফুটবল একাদশকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে উঠে যায় এবারের আসরের ফেভারিট স্টেডিয়াম পাড়া ফুটবল একদাশ। ফাইনালে স্টেডিয়াম পাড়া ফুটবল একদাশের মুখোমুখি হবে শ্রমিক মালিক সমিতি-১ ফুটবল একাদশ।
উক্ত সেমিফাইনালে প্রধান অতিথি ছিলেন স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশের প্রধান উপদেষ্টা ও পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল।
বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, মোহাজেরপাড়া সমাজ কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন সেতু, স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশের উপদেষ্টা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর সেক্রেটারী এম.ইউ বাহাদুর, পৌর আওয়ামীলীগ নেতা দীপক দাশ।
উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিছবাহ উদ্দিন কবির, শ্রমিক নেতা জসিম উদ্দিন, ছাত্রনেতা বেলাল উদ্দিন, শ্রমিক নেতা মোঃ ফারুক, জেলা ফুটবল দলের গোল কিপার বিপ্লব, জেলা সাবেক ফুটবল খেলোয়াড় টিটু, ব্যবসায়ী ইলিয়াছ প্রমুখ।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশের সৈয়দ করিম। খেলা পরিচালনা করেন জয়নাল উদ্দিন।
স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ: মাসুদ (অধিনায়ক), সৈয়দ করিম, মোবারক, বাদশাহ, মো: হানিফ, শাফায়াত হোসেন মুন্না, সালাহ উদ্দিন, ভুট্টো, ফাহিম, মনির উদ্দিন (সহ-অধিনায়ক), বাবু, মনির-২।
You must be logged in to post a comment.