ক্রীড়া প্রতিবেদক, কক্সভিউ:
কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে কক্স রিভেঞ্জ কর্তৃক আয়োজিত কবির স্মৃতি গোল্ডকাপ ফুটবল টর্ণামেন্টে আল ফুয়াদ ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়েছে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ। ২০ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে গড়ালেও গোল শূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে খালেদের কর্ণার থেকে চমৎকার শটে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে এগিয়ে দেন অভিজ্ঞ সৈয়দ করিম। হাসির রেশ না কাটতেই অধিনায়ক মাসুদের পাশ থেকে ব্যাক হেডে গোল করে অভিজ্ঞ খালেদ আল ফুয়াদকে ব্যাকফুটে ঠেলে দেন।
খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে অধিনায়ক মাসুদের দারুন এক জোরালো শট প্রতিপক্ষে নেট কাপালে ৩-০ গোলের ব্যবধান বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এবং কোয়াটার ফাইনাল নিশ্চিত করে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ।
You must log in to post a comment.