অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:
মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৬ বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছে। বৃহস্পতিবার বেলা ১২টায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ইমিগ্রেশন জেটিঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয় বলে জানান বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আব্দুল হান্নান খান।
এর আগে সকাল ৯ টায় একই ঘাট দিয়ে বিজিবির ৪২ ব্যাটালিয়নের উপপরিচালক ক্যাপ্টেন মো. আজাহারুল আলমের নেতৃত্বে বাংলাদেশের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমার যান।
বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মুস্তফা এবং কক্সবাজারের পুলিশ সুপারের পক্ষে টেকনাফ থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন অংশ গ্রহণ করেন।
বৈঠক শেষে টেকনাফ ফিরে দুপুর আড়াই টার দিকে বিজিবির ৪২ ব্যাটালিয়নের উপপরিচালক ক্যাপ্টেন মোঃ আজাহারুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ ১৬ জনেকে ফেরত দেয়া হয়। বৈঠকে মিয়ানমার ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশন অফিসার উঃ মায়ু মাইং অং।
ফেরত আসা ব্যক্তিরা হলেন, টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকার আবদুর রহমানের পুত্র আলি আহমদ, লম্বাবিল এলাকার জানে আলমের পুত্র আমির হোসেন, উনচিপ্রাং এলাকার সৈয়দুল হকের পুত্র নুর কবির, সার মোলার পুত্র বাশাত করিম, শাহপরীরদ্বীপের রশিদ ইসলামের পুত্র এরশাদ উল্লাহ, সৈয়দ উল্লাহ, জামাল উদ্দিনের পুত্র নুরুল ইসলাম, সৈয়দ হোসেনের পুত্র মোঃ আবদুল্লাহ, রুহুল্লারডেবা এলাকার ফজল আহমদের পুত্র মোঃ আলম, আলতাফ হোসেনের পুত্র জাগির হোসেন, টেকনাফ সদরের গোদার বিল এলাকার সৈয়দ আলমের পুত্র মোঃ আয়াজ, সাবরাং নয়াপাড়ার লাল মোহাম্মদের পুত্র জাগির হোসেন, সাবরাং দক্ষিণ পাড়ার মমতাজের পুত্র হাসিম উলাহ, উখিয়া উপজেলার সোনারপাড়ার আলি আহমদের পুত্র নুরুল আলম, মরিচা এলাকার মৃত গোলাম নবীর পুত্র এনায়েত উল্লাহ, চকরিয়া উপজেলার আকিয়ামনি এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মায়রখান মিরহান।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন জানান, বাংলাদেশী এই ১৬ জন নাগরিক বিভিন্ন অভিযোগে মিয়ানমারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। কারাভোগ শেষে ১৬ বাংলাদেশিকে ফেরত দেওয়ার জন্য একটি চিঠি ও পরিচয় সম্বলিত তালিকা পাঠিয়েছিল বিজিপি। পরে মিয়ানমার কর্তৃপক্ষের চিঠিসহ ১৬ জনের তালিকাটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তালিকার সূত্র ধরে যাচাই-বাছাইয়ের পর স্ব-স্ব মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ফেরত আনার তারিখ নির্ধারণ করে মিয়ানমারের বিজিপিকে চিঠি পাঠিয়ে জানানো হয়।
ওই কর্মকর্তা জানান, ফেরত আনা ১৬ জন বাংলাদেশী নাগরিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য টেকনাফ থানায় জিডি করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দাকার জানান, ১৬ জনকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
You must log in to post a comment.