Home / প্রচ্ছদ / কারিনার কারণেই বাবা হচ্ছেন না সাঈফ আলী খান

কারিনার কারণেই বাবা হচ্ছেন না সাঈফ আলী খান

কারিনার কারণেই বাবা হচ্ছেন না সাঈফ আলী খান

সাঈফ আলী খান এবং কারিনা কাপুর নিঃসন্দেহে বলিউডের ‘হটেস্ট কাপল’। ২০১২ সালে অক্টোবর মাসে বিয়ে হয় তাদের, দেখতে দেখতে পেরিয়ে গেছে তিনটি বছর। আর তাই মাঝে মাঝেই কবে সন্তান প্রশ্নের মুখে পড়তে হয় তাদের। আগের পক্ষের দুই সন্তান রয়েছে সাঈফের- ইব্রাহিম ও সারা। হয়তো তাই কবে মা হবেন কারিনা, এই সিদ্ধান্ত পুরোপুরি স্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন ছোটে নবাব।

উনি আরো জানিয়েছেন, আরো একবার বাবা হওয়ার জন্য কোন তাড়া নেই তার। কারিনা যখন মনে করবেন সন্তান ধারণে প্রস্তুত তিনি, তখনই সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তার আগে নয়। কারিনাও কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন, এখন তিনি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তাই সামনের কয়েক বছর মা হতে চান না।

সাঈফ আরো জানিয়েছেন, সারা এবং ইব্রাহিম দুজনেই সিনেমায় অভিনয় করতে চায়। কিন্তু তিনি আর কারিনা মনে করেন দুজনেরই আগে পড়াশোনা শেষ করা দরকার, অন্তত একটা ডিগ্রী চাই। সারা এবং ইব্রাহিম দুজনেই কারিনার খুব বাধ্য‚ তাই সাঈফ মনে করেন কারিনা নিজের সন্তানকেও খুব ভালভাবে বড় করতে পারবেন।

-দেশেবিদেশেডটকম,ডেস্ক।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: