নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া:
কক্সবাজার জেলা দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বুধবার সকাল ১১টায় ধূরুং বাজারস্থ আইন সহায়তা কেন্দ্রে ধূরুং আইন সহায়তা কমিটির সাথে ব্লাস্ট ইপসার এক মতবিনিময় সভা দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদের সভাপতিত্বে ও ইপসা উপজেলা ম্যানেজার মোঃ শাহাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বুধবার ১৬ সেপ্টম্বর সকাল ১১টার দিকে ডিএফআইডি, সিএলএস ও ইউকেএইডের অর্থায়নে পরিচালিত ব্লাস্ট ইপসার কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার। স্বাগত বক্তব্য রাখেন, ইপসা সিএলএস প্রকল্পের প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন, বক্তব্য রাখেন এফ এফ আবু নাছের। এছাড়াও এতে ইউপি সদস্য, ইউনিয়ন জাতীয় আইন সহায়তা কমিটির সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় দরিদ্র মানুষকে আইনি সহায়তা ও তাদেরকে আইন সম্পর্কে সচেতন করাসহ ইউনিয়ন আইন সহায়তা কমিটির কার্যক্রম বেগবান করার উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইনি বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ধূরুং আইন সহায়তা কমিটিকে কার্যকরী ভাবে কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
You must be logged in to post a comment.