কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ১০ আগস্ট সকালে কুতুবদিয়া বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাব উদ্দিনের নির্দেশে ২৭ হাজার পিচ ইয়াবা জনসম্মূখে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮১ লাখ টাকা। এ সময় ১৩৫টি নীল রঙ্গের মোড়কের প্রতি প্যাকেটে ২০০ পিচ করে মোট ২৭ হাজার পিচ ইয়াবাসহ ইহা সেবনের যন্ত্রপাতিও একসাথে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮১ লাখ টাকা বলে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন একাধিক মিডিয়া কর্মীসহ কুতুবদিয়া আদালতের জিআরও দুদু মিয়া, পিপি জিল্লুল করিম, এডভোকেট রাসেল, এডভোকেট আইয়ুব হোছাইন, কুতুবদিয়া থানার এস আই ওয়াহিদুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য যে, ২০ মার্চ কুতুবদিয়ার থানার এএসআই আবু হানিফের নেতৃত্তে¡ উপজেলার উত্তর ধুরুং পিল্লার পাড়া সাগর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় থলে ভর্তি উল্লেখিত পরিমানের ইয়াবা উদ্ধার করা হয়। এ ইয়াবাগুলো বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হলে তা জনসম্মূখে ধ্বংস করা হয়। এসময় তিনি বলেন, ইয়াবাসহ মাদকজাতীয় দ্রব্য চোরাচালানরোধে সরকারের যোগান্তকারী পদক্ষেপে ইয়াবা প্রাচারকারীরা বিভিন্নভাবে বাঁধাগ্রস্ত হয়ে সাগর পথকে নিরাপদ রাস্তা হিসেবে বেছে নিয়েছে।
You must be logged in to post a comment.