কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদর বড়ঘোপ বদাইয়া পাড়ায় বাবু নামের ৬ বছরের শিশুটি মারা যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে পরিবারের সকলে অজান্তে বদাইয়া পাড়ার নেজাম উদ্দিনের পুত্র বাবু মিয়া (৬) পাশের বাড়ীর পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ পর সে ভেসে উঠলে পুকুর থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটি বদাইয়া পাড়া বাইতুল মামুর জামে মসজিদ গণশিক্ষা কেন্দ্রের শিশু শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
You must be logged in to post a comment.