নিজস্ব প্রতিনিধি, কক্সভিউ:
কক্সবাজার জেলা আওয়ামীলীগের কেউ ইচ্ছুক হোক কিংবা না হোক সম্মেলন হবেই। জেলা থেকে চাওয়া না হলেও কেন্দ্র থেকে ঘোষণা করা হবে সম্মেলনের তারিখ। এক্ষেত্রে সেটি হবে চলতি বছরে ডিসেম্বর মাসের আগে। কারণ ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা বেশি।
১৭ সেপ্টেম্বর জেলা আওয়ামীলীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম। কেন্দ্রীয় যুবলীগের সাবেক এই সাধারণ সম্পাদক দেশব্যাপী আওয়ামীলীগ’র সম্মেলনের চিত্র তুলে ধরে বলেন, সারাদেশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩টি সাংগঠনিক জেলা রয়েছে। এসবের মধ্যে ইতিপূর্বে ৫৬টি জেলার সম্মেলন সম্পন্ন হয়েছে। বাকী জেলাগুলোর সম্মেলনের প্রক্রিয়া চলছে।
এ সময় জেলাব্যাপী রোহিঙ্গাদের অপকর্ম রোধ করতে ভ‚মিকা রাখার পাশাপাশি আগামী দিনে জেলা আওয়ামীলীগে যোগ্য, ত্যাগী, দক্ষ ও সৎ নেতৃত্ব সৃষ্টি করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
You must log in to post a comment.