সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ক্রোমে বন্ধ করুন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন

ক্রোমে বন্ধ করুন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন

https://coxview.com/science-chrome-logo/

অনলাইন ডেস্ক :

স্মার্টফোনে গুগল ক্রোমের থেকে জনপ্রিয় ব্রাউজার পাওয়া মুশকিল। অনেকে অন্য গুটিকয়েক ব্রাউজার ব্যবহার করলেও সবার নজর থাকে ক্রোমেই। কিন্তু ফোন ব্যবহার করতে করতে হুট করে বিরক্ত অনুভব হওয়ার অন্যতম কারণ হলো বিজ্ঞাপন। অধিকাংশ বিজ্ঞাপনই মানহীন এবং অন্যদের সামনে আপনাকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দেয়। শুধু তা–ই নয়, ভিডিও–নির্ভর বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার ফলে ইন্টারনেট ডেটা বেশি খরচ হয়, স্মার্টফোনের চার্জও দ্রুত কমে যায়।

কম্পিউটারে অনেকে এড ব্লকার ব্যবহার করলেও ফোনের বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবেন জানেন না। এদিকে ফোনে ভিডিও বিজ্ঞাপন চালু থাকে স্বয়ংক্রিয়ভাবে। ফলে ফোনের চার্জ কমতে থাকে। তাই বিজ্ঞাপন নানাদিক থেকেই অসুবিধা। তাছাড়া বিভিন্ন ক্ষতিকারক apps বা ওয়েবসাইট গুলি আমাদের মোবাইলে কিছু adware virus ছড়িয়ে দেয়।

তাহলে কিভাবে বন্ধ করবেন বিজ্ঞাপন?

  • প্রথমে ফোনে ক্রোম ব্রাউজার চালু করুন।
  • ফোনের ওপরের দিকে ডানপাশে তিনটি ডটে ক্লিক করুন।
  • এবার সেটিংস অপশনে গিয়ে নিচে স্ক্রল করুন। সাইট সেটিংস নামে একটি অপশন আসবে।
  • সাইট সেটিংস-এ ক্লিক করে ‘পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস’ টগল চালু করে দিন।
  • আবার সাইট সেটিংস-এ যান এবং ইন্ট্রুসিভ অ্যাডস টগল চালু করে দিন। ব্যাস, অনাকাঙ্ক্ষিত সব বিজ্ঞাপনই এবার বন্ধ হবে।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পিএমখালীতে অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার সদরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ৮জনকে গ্রেফতার করেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/