খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল ভারি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ ভোর ৬টার দিকে উপজেলার সাধু চন্দ্রপাড়া এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- একটি এসএমজি (সাব-মেশিন গান), তিনটি এসএলআর (অত্যাধুনিক অটোমেটিক রাইফেল) ও প্রায় দেড়শ’ রাউন্ড গুলি। খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাসির-উল-হাসান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টা থেকে দীঘিনালা জোনের সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন।
এ সময় একজনকে আটক এবং একটি এসএমজি, তিনটি এসএলআর ও প্রায় দেড়শ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে। তবে আটক ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।
-গ্লোবটুডেবিডিডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.