সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / খুন-ডাকাতিসহ পলাতক আসামী আহমইদ্যা বন্দুকসহ গ্রেফতার চকরিয়ায়

খুন-ডাকাতিসহ পলাতক আসামী আহমইদ্যা বন্দুকসহ গ্রেফতার চকরিয়ায়

খুন-ডাকাতিসহ পলাতক আসামী আহমইদ্যা বন্দুকসহ গ্রেফতার চকরিয়ায়

খুন-ডাকাতিসহ পলাতক আসামী আহমইদ্যা বন্দুকসহ গ্রেফতার চকরিয়ায়

নিজস্ব প্রতিনিধি, চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর ১৪টি মামলার পলাতক আসামী আহমদ হোসেন প্রকাশ আহমইদ্যাকে (৪৫) একটি লম্বা বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনটি ডাকাতি ও দুইটি হত্যাসহ ১৪টি মামলার পলাতক আসামী ডুলাহাজারার ডুমখালীর কবির আহমদের ছেলে পাহাড় ও চিংড়ি জোন এলাকার ত্রাস আহমইদ্যাকে বুধবার দিবাগত রাতে মালুমঘাট স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ী ও চিংড়ি জোন এলাকায় গত ২৫ বছর ধরে হত্যা, চুরি-ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল আহমইদ্যা। এসময়ে তার বিরুদ্ধে দায়ের হয় ১৪টি মামলা। ফলে তাকে গ্রেফতারে সোর্স নিয়োগসহ নানা কৌশল অবলম্বন করেও বেশ ক’বার ব্যর্থ হতে হয়। অবশেষে বুধবার দিবাগত রাতে পুলিশের কয়েকটি ঝটিকা অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুকসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আহমইদ্যা গ্রেফতার হওয়ায় ওই এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/