কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় কফিনের ভিতর এক শিশুর খুলিসহ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ফাইত্যংয়ের টেক এলাকা থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয় ।
কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: মাসুদ আলম বলেন, নদী থেকে উদ্ধার করা কফিন ভর্তি শিশু কঙ্কাল পুলিশ পাহারায় রাখা হয়েছে। কঙ্কাল ছাড়াও ওই কফিন থেকে পাওয়া গেছে শিশুর কাপড়-চোপড় ও একটি পানীয়র বোতল। শিশুটিকে কোন ধর্মের সনাক্ত করতে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে ও পার্বত্য এলাকায় সংবাদ পৌঁছানো হয়েছে খৃষ্টান ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধিদের আসতে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসপি মাসুদ আরো বলেন, আদীবাসিদের অনেক শিশু মারা যাওয়ার পর পানীয়জল ও কাপড়-চোপড়সহ কফিনে করে ভাসিয়ে দেয়া হয়। তাই পার্বত্য জেলার লামা অথবা আলীকদমের কোন একটি এলাকা থেকে ওই শিশুকে অন্তত কয়েকমাস পূর্বে মাতামুহুরী নদীতে ভাসিয়ে দেয়া হতে পারে। ধর্ম সনাক্ত ও অভিভাবক না পেলে স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক আজিমের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
You must be logged in to post a comment.