চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ ফাঁসিয়াখালীর ঝনঝনি ব্রীজ এলাকায় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে চকরিয়া থানার এসআই দিদারের নেতৃত্বে একদল পুলিশ।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী মনিরুজ্জামান (২৬) শিবচর থানার চরশেমাইল এলাকার বরহামগঞ্জের নুর মোহাম্মদের ছেলে। সোমাবার দিবাগত রাত ৯ টার দিকে তাকে আটক করা হয় ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, সোমবার দিবাগত রাত ৯টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালীর চেকপোস্ট অতিক্রমের সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করলে অভিনবপন্থায় পায়ের গোড়ালির সাথে টেপ মোড়ানো অবস্থায় ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হতে পারে। তার বিরুদ্ধে সংশিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.