মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামী মঞ্জুর আলমকে বন্দুকসহ অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে উপজেলার খুটাখালীর ফুলছড়ি গেইট এলাকা থেকে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। ধৃত মঞ্জুর ডুলাহাজারা ইউনিয়নের নতুন পাড়ার ইউছুপ আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০০১ সালের মে মাসে চৌকিদার বিভুতি রঞ্জন দাশের মেয়ে জামাইকে হত্যাসহ বসতঘরে ডাকাতি ও ওই বছরের জুন মাসে আরো একটি বসত ঘরে ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান।
ওসি আরো জানান, শুক্রবার দিবাগত রাতে নিয়োজিত সোর্স থেকে খবর পেয়ে একদল পুলিশ ফুলছড়ি গেইটে অভিযান চালায়। এসময় ১৫ বছর ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামী মঞ্জুর পালাতে চেষ্টা করে। পিছু ধাওয়া করে একটি একনলা বন্দুকসহ মঞ্জুরকে গ্রেফতার করা হয়। নতুন করে তার বিরুদ্ধে শনিবার থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করেছেন।
You must be logged in to post a comment.