মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার গ্রামীণ ব্যাংক হারবাং শাখার ফিল্ড অফিসার বিষ্ণুপদ দাশকে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনতাই হয়েছে। ঘটনার সাথে সাথে জনতা ধাওয়া করে ২ ছিনতাইকারীকে পাকড়াওয়ের পর পুলিশে সোপর্দ করেছে। ছিনতাইকারী কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা টাকা ও মোবাইল সেট। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বরইতলীর ভাঙ্গামোরা এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে ফিল্ড অফিসার বিষ্ণুপদ দাশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ছিনতাইকারীর খপ্পরে পড়া গ্রামীণ ব্যাংকের অফিসার বিষ্ণুপদ দাশ বলেন, ব্যাংকের ঋণ দেয়া টাকা কিস্তিতে আদায়ের পর ব্যাংকে ফিরছিলাম। ভাঙ্গামোরা এলাকায় পৌছলে চাইনিজ ছোরা নিয়ে দুই ছিনতাইকারী হামলা করে। আমার পেটে আঘাত করে ব্যাগে থাকা নগদ ৪৯ হাজার ৯’শ ৮৬ টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময় আমার চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা দুই ছিনতাইকারীকে পাকড়াও করে টাকাসহ মোবাইল সেট উদ্ধার করে।
আটক হওয়া ছিনতাইকারীরা হলেন- চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ বিনামারার নুরুল আমিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৩) ও ৫নং ওয়ার্ডস্থ করাইয়াঘোনার মো.মানিক প্রকাশ মো.হোসেনের ছেলে সোহেল (২৫)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, জনগণের সাহসী ভূমিকার কারণে ছিনতাইকারীরা আটক হয়েছে। এ ব্যাপারে ধৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
You must be logged in to post a comment.