সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় দায়িত্ব পালনকালে ৪ সাংবাদিকের উপর হামলা : ক্যামরা ও মোবাইল লুট

চকরিয়ায় দায়িত্ব পালনকালে ৪ সাংবাদিকের উপর হামলা : ক্যামরা ও মোবাইল লুট

Hamlaমুকুল কান্তি দাশ, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাবাজার এলাকায় পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সংবাদকর্মীদের লাঞ্ছিত করেছে স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর কবির রাজুর নেতৃত্বে সশস্ত্র একদল দূর্বৃত্ত। ঘটনার পর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে কর্মরত সংবাদ কর্মীদের উদ্ধার করে।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। রাতে এ ব্যাপারে থানায় লিখিত এজাহার দায়ের করেছে ঘটনার শিকার সাংবাদকর্মীরা।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাবাজার মাদ্রাসা সড়কের পার্শে¦ প্রায় ৩০/৩৫টি বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ সশস্ত্র দূর্বৃত্তরা কেটে ফেলছে। খবর পেয়ে চকরিয়ার জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকার প্রতিনিধি (৪জন সাংবাদিক) যথাক্রমে এম রায়হান চৌধুরী, একেএম বেলাল উদ্দিন, জিয়া উদ্দিন ফারুক ও মনছুর আলম বিকালে ঘটনাস্থলে পৌছে গাছ লুটের বিভিন্ন দৃশ্য ক্যামরা বন্দি করে। এসময় অস্ত্রধারী দূর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ২৫হাজার টাকা মূল্যমানের একটি ক্যামরা, ৩২হাজার ৫শত টাকা মূল্যমানের ২টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এমনকি ঘটনাস্থলে কর্মরত ওই চার সংবাদ কর্মীকে মারধরও করে।

ঘটনার বিষয়টি চকরিয়াস্থ কক্সবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মো: মাসুদ আলম, থানার ওসি প্রভাষ চন্দ্র ধর অবগত হলে তাৎক্ষনিক থানার এসআই নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্বৃত্তদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করেন।

সংবাদকর্মীরা অভিযোগ করেন, ঘটনার সময় ইউপি সদস্য ছাড়াও ওই এলাকার মৃত আব্বাস আহমদের ছেলে নুর ছমদ, আবদুস শুক্কুরের ছেলে মুজিব, আক্তার আহমদের ছেলে আলী আজম, পরিষদের ২নং ওয়ার্ডের চৌকিদার সোলাইমান সহ অজ্ঞাত ২০/৩০জন দূর্বৃত্ত এঘটনা করেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে সংবাদকর্মীদের উদ্ধার করেছি। অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি এম আর মাহমুদ, সাধারণ সম্পাদক এএম ওমর আলীসহ চকরিয়ার কর্মরত সকল সংবাদ কর্র্মীরা। এঘটনার উপযুক্ত বিচার না হলে চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দরা কঠোর কর্মসূচীর ঘোষণা দেবেন বলেও জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/