সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় দুই ছাত্রকে বলাত্কারের অভিযোগে শিক্ষক আটক

চকরিয়ায় দুই ছাত্রকে বলাত্কারের অভিযোগে শিক্ষক আটক

Mukul - Chakaria 09.08.15নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারায় হেফজ ও এতিমখানার দুই শিশু ছাত্রকে বলাত্কারের অভিযোগে শিক্ষক মৌলভী শামসুউদ্দিন (৪৩)কে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। ঘটনার ১০দিন পর রবিবার সন্ধ্যা ৭ টার দিকে হিংস্র জানোয়ার রূপি ওই শিক্ষককে আটক করা হয়। ঘটনার শিকার দুই ছাত্রকে উদ্ধার করে চিকিত্সা ও ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক কলংকিত শিক্ষক শামসুউদ্দিন খুটাখালীর পাগলিরবিল এলাকার মৃত আহম্মদের ছেলে। বলাত্কারের শিকার ১০ বছর বয়সি দুই শিশু নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর অভিভাবক ও প্রত্যক্ষদর্শীর উদ্বৃতি দিয়ে বলেন, ৩১ জুলাই ফজরের নামাজের পর এতিমখানার দুই শিশু ছাত্রকে মুখ থেকে গন্ধ বেরোচ্ছে অজুহাত দেখিয়ে দারুল ফোরকান হেফজ ও এতিমখানার কক্ষে ডেকে নিয়ে যায় মৌলভী শামসুউদ্দিন। পরে দুই ছাত্রকে জোরপূর্বক বলাত্কার করলে তাদের পায়ুপথে রক্ত বের হয়। এতে ছাত্রদ্বয়কে ভয় দেখিয়ে এতিমখানায় জিম্মি করে রাখে। অন্যান্য ছাত্রদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে রবিবার জনতার সহায়তায় পুলিশ দুই ছাত্রকে উদ্ধার ও শিক্ষকরূপি নরপিচাশ শামসুউদ্দিনকে আটক করে। এ ব্যাপারে রবিবার রাতে এ রিপোর্ট লেখার সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে ওসি জানান।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: