Home / প্রচ্ছদ / চকরিয়ায় দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চকরিয়ায় দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Sexনিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় দুই নারীসহ ৩জন চোলাইমদ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় স্থানীয়ভাবে তৈরীকৃত ৫০লিটার চোলাই মদ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁশিয়াখালীস্থ ঝনঝনিয়া ব্রীজ এলাকা থেকে তাদের মদসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার পাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৪০), একই এলাকার নূর আহমদের স্ত্রী রশিদা আক্তার(৪২) ও উত্তর হারবাং কোরবানীয়া ঘোনা এলাকার আবুল হাশেমের ছেলে কামাল উদ্দিন (২৮)।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে মহাসড়কে টহল দেয়ার সময় কয়েকজন নারী-পূরুষের গতিবিধি সন্দেহ জাগায় তল্লাশি করে ৫০ লিটার মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকায় তারা এসব মদ পাচারের উদ্দেশ্যে ফাঁশিয়াখালী ঝনঝনিয়া ব্রীজ এলাকায় গাড়ীতে উঠার জন্য অপেক্ষা করছিল। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: