কক্সবাজারের চকরিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ২টি লম্বা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গত রবিরার রাত সাড়ে ১০টার দিকে বিএমচর ইউনিয়নের ছৈনম্মার ঘোনার লাল ব্রীজ এলাকার রাস্তার পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই অহিদ মুরাদ বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফাঁড়ির পুলিশ ফোর্স নিয়ে ডিউটি করার সময় ছৈনম্মার ঘোনা এলাকায় রাস্তার পাশে একটি বস্তা দেখতে পাই। সন্দেহ হলে ওই বস্তাটি খুলে দেখি ভেতরে দেশীয় তৈরী দুটি লম্বা বন্দুক রয়েছে। এ অস্ত্র দুটি উদ্ধার করে মধ্য রাতে থানায় নিয়ে যাই। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, হয়তো সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ী দেখে বস্তা ভর্তি অস্ত্র রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় জিডি করে রাখা হয়েছে।
You must log in to post a comment.