নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়ার খুটাখালী ইউনিয়নে ছড়াখালের পানিতে ডুবে শেফায়েত হোসেন(৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে খুটাখালীর পূর্বপাড়ার পিয়াজ্জাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে নিহত শিশু শেফায়েত হোসেন ওই এলাকার মোহাম্মতদ বেলাল প্রকাশ কালা বেলালের ছেলে। সে স্থানীয় ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে বন্ধুদের নিয়ে বাড়ির পার্শ্বের ছড়াখালের পানিতে গোসল করতে নামে শেফায়েত। গোসল করার এক পর্যায়ে হঠাৎ সে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় তার নিথর দেহ পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণ করেন।
স্থানীয় ইউপি মেম্বার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.