এস.এ.ছগির আহমদ আজগরী; পেকুয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলা মহিলা জাতীয় মহিলা পার্টির এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় চকরিয়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদিকা জেসমিন ফারজানা’র পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন পৌর জাতীয় মহিলা পার্টির সভানেত্রী পৌর কাউন্সিলর রেহেনা বেগম রাহু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধরণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. ওমর আলী, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম. দিদারুল করিম, পৌর জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা আসমাউল হোসনা, ও জাপা নেতা আবুল কাশেম। চকরিয়া পৌর জাতীয় মহিলা পার্টির সম্পাদিকা জোসনা বেগম এর পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, চকরিয়া মহিলা জাতীয় পার্টির সভানেত্রী জোসনা আক্তার এমইউপি, শাহেনা বেগম, জাপা নেত্রী রোজিনা আক্তার, নর্গিস বেগম এমইউপি, খতিজা বেগম, নুরতাজ বেগম ও সেলিনা বেগম প্রমুখ।
You must be logged in to post a comment.