সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় প্রতিবন্ধী বঙ্কিমের পরিবারকে সেলাই মেশিন তুলে দিল পীস্ ফাইন্ডার

চকরিয়ায় প্রতিবন্ধী বঙ্কিমের পরিবারকে সেলাই মেশিন তুলে দিল পীস্ ফাইন্ডার

চকরিয়ায় প্রতিবন্ধী বঙ্কিমের পরিবারকে সেলাই মেশিন তুলে দিল পীস্ ফাইন্ডার

মুকুল কান্তি দাশ, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের জলদাস পাড়ার প্রতিবন্ধী বঙ্কিম দাসের পরিবারকে একটি সেলাই মেশিন তুলে দিল সামাজিক সংগঠন পীস্ ফাইন্ডার। গতকাল বঙ্কিমের বাড়িতে গিয়ে ওই সেলাই মেশিন দেওয়া হয়।

ওই সময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মোঃ মাসুদ আলম, সাংবাদিক এস এম হানিফ, পীস্ ফাইন্ডারের প্রতিষ্ঠাতা আদনান রামিম, স্বাধীনমঞ্চের সংগঠক তানভির আহমেদ সিদ্দিকী তুহিন, পীস্ ফাইন্ডারের সদস্য নকিবুল মওলা, আবুল মাশরুর, সুমন দাশ, সৌরভ মাহাবী প্রমুখ।

সেলাই মেশিন পেয়ে আনন্দে মাতোয়ারা বঙ্কিমের পরিবার। বঙ্কিম বলেন, ‘আমি প্রতিবন্ধী হওয়ায় কর্মক্ষম নয়। ভিক্ষা করে সংসার চালাই। পীস্ ফাইন্ডার এক বছর আগে একটা হুইল চেয়ার দিয়েছিল। এখন বউয়ের জন্য সেলাই মেশিন দিয়েছে। স্বাবলম্বী হতে পারলে আর ভিক্ষা করবো না।’

এএসপি মাসুদ আলম বলেন, ‘প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় অর্ন্তভুক্ত করতে হবে। সেই কাজটি সুচারুভাবে পালন করছে পীস্ ফাইন্ডার। এ জন্য পীস্ ফাইন্ডার প্রশংসার দাবি রাখে। মাসুদ আলম বলেন, বঙ্কিমের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। সমাজের ধনাঢ্য ব্যক্তিদের বঙ্কিম বা তাঁর মতো আরও যাঁরা প্রতিবন্ধী রয়েছে তাঁদের পাশে দাঁড়ানো উচিত। আমি সেই আহবান জানাই।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/