মুকুল কান্তি দাশ, চকরিয়া:
পরিবারের সচ্ছলতা ফেরাতে সহায় সম্পদ বিক্রি ও সুদে টাকা সংগ্রহ করে দুই ছেলে আমিনুল হক ও নুরুল আমিনকে বিদেশ পাঠিয়েছিলেন বাবা উবাইদুল হাকিম । কিন্তু বিদেশে গিয়ে ছেলেরা নিজেরা স্বাবলম্বী হলেও মা-বাবাসহ অন্য ভাইদের দেখভাল করেনি।
সম্প্রতি দুই ভাই বিদেশ থেকে দেশে ফেরে। তাদের কাছ থেকে পরিবার সদস্যদের ভরণ-পোষণের জন্য টাকা চাইলে বাবাসহ অন্য ভাইদের পিটিয়ে আহত করে। ফলে বিদেশ ফেরত দুই ছেলেকে আসামী করে মামলা দায়ের করেন বাবা উবাইদুল হাকিম। প্রেক্ষিতে ছেলে আমিনুল হক (৩৮)কে বুধবার গ্রেফতার করে পুলিশ।
চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিদেশ ফেরত এক ছেলেকে আটক করা এএসআই শিমুল কান্তি চৌধুরী জানান, অপর ছেলে নুরুল আমিনকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। বাবার টাকায় বিদেশ গিয়ে পরিবার সদস্যদের সহায়তা না করে উল্টো হামলার ঘটনায় বিদেশ ফেরত অবাধ্য দুই ছেলে আমিনুল হক ও নুরুল আমিনের শাস্তি হওয়া প্রয়োজন বলে স্থানীয় অভিভাবকদেরও অভিমত।
You must be logged in to post a comment.