চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড এলাকায় বেগুন ক্ষেতে গরু প্রবেশ করে ক্ষেত নষ্ট করার প্রতিবাদ করায় গরুর মালিক পক্ষের হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক কবির আহমদের ছেলে শফিউল আলম জানান, বিমান বন্দর উত্তর মাথা এলাকার জনৈক মাহমুদের দুটি গবাদি পশু (গরু) তাঁর ক্ষেতে ঢুকে ব্যাপক ফসল নষ্ট করে। এ ঘটনার প্রতিবাদ করায় গরুর মালিক মাহমুদের নেতৃত্বে তার ছেলেরা উল্টো হামলা করে। এতে আহত হয় কৃষক কবির আহমদের ছেলে রিদুয়ানুল হক (৩০), জাহেদুল ইসলাম মানিক (২০), মুক্তার আহমদের ছেলে আবদুল হামিদ (১৮), আবদুল গফুরের ছেলে হোছাইন (৩২) ও গৃহবধু জিন্নাত আরা (২৩)।
You must log in to post a comment.