চকরিয়ায় দুটি যাত্রীবাহী গাড়ীর সংঘর্ষে শিক্ষার্থী আহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করলে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। পরে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চকরিয়ার খুটাখালীস্থ কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের সামনে দ্রুতগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে সোমবার বেলা ২টার দিকে।
এসময় দু’গাড়ীর সংঘর্ষে ছাত্র-ছাত্রীসহ ১০ যাত্রী কমবেশী আহত হয়েছে। গুরুতর আহত ২জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা ও সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে জানান, মুখোমুখি সংঘর্ষ হওয়া গাড়ী দুটি জব্দ করা হয়েছে তবে ওই গাড়ীর চালক-হেলপার পালিয়ে গেছে।
You must be logged in to post a comment.